কালিগঞ্জ বুরো: রতনপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি গতকাল বিকাল সাড়ে ৪টায় রতনপুর ফুটবল মাঠ সংলগ্ন ইসা মল্লিকের বাড়িতে ঘটে। সূত্রে জানা গেছে ওই বাড়ির একজন ভাড়াটিয়া রান্না করার সময় বাইরে গেলে চুলার কাঠ থেকে আগুন পার্শ্ববর্তী কাঠের গুদামে ধরে যায়পরে আগুন একাধিক ঘরে ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিভাতে চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হয়। পরবর্তীতে কালিগঞ্জ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।