ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় গতকাল বিকাল সাড়ে ৩টায় নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিমের সভাপতিত্বে বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আঃ রাজ্জাক পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি মো: ইমাদুল ইসলাম, আশাশুনি থানা সভাপতি মো: শফিকুল ইসলাম, সেক্রেটারি মো: জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা সভাপতি, মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারি ডা: মুস্তাফিজ উর রউফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারন সম্পাদক, মুফতি জাফর আহমাদ উসমানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি গাজী মো: আসদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: মাকছুদুর রহমান জুনায়েদ, জেলা সদস্য মো: আল আমিন প্রমুখ। পরিচালনা করেন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী।-প্রেস বিজ্ঞপ্তি