স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও জেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের পোস্ট অফিস মোড়স্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় জেলা আ’লীগের অফিসে জেলা আ’লীগের আয়োজনে জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তারা আমাদের মাঝে নাই। তাদের রাজনীতি ও আদর্শকে ধারন করে আমাদেরকে চলতে হবে। সাতক্ষীরা জেলা আ’লীগ তাদেরকে সারাজীবন মনে রাখবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, শাহানা আক্তার মহিদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এড. আজহারুল ইসলাম, এড. অনিত মুখার্জী, জেএম ফাত্তাহ, লায়লা পারভীন সেজুতী, কাজী আক্তার হোসেন, শেখ আসাদুজ্জামান লিটু, এসএম শওকত হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, শেখ আব্দুর রশিদ, মীর মোশাররফ হোসেন, আসাদুজ্জামান অসলে, এড. জিয়াউর রহমান, মনিরুল হোসেন, মুন্নি, সামছুর রহমান, রওশন আরা রুবি, ইসমত আরা, নাহিদ হাসান শাহীন,মিজানুর রহমান, আশরাফুল কবির, খোকন, রাশেদুজ্জামান রাশি, শামছুজ্জামান জুয়েল, মাহমুদ আলী সুমন, জিল্লুর রহমান, শেখ আলমগীর হোসেন, আবদুল্লাহ সরদার প্রমুখ। এছাড়া জেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ।