সাতক্ষীরা পৌর মেয়র নির্বাচনের লক্ষ্যে নির্মান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন মেয়র প্রার্থী বিবিসি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যালয়ে মোহাম্মদ জুম্মান আলীর সভাপতিত্বে ও ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ও জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ বাদল, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মূল কুমার দাস, গণপূর্ত সিবিএর সভাপতি আবু দাউদ, সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী পৌর নির্বাচনে বিবিসি ভাইকে নির্বাচিত করার জন্য সকলকে আহবান জানান।-প্রেস বিজ্ঞপ্তি