এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এবং শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর যোগ্য নেতৃত্বে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় শ্যামনগর থানার চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখ (৩৭) কে আটক করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়। আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের হোসেন আলী শেখের পুত্র। এসময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল ২ ফেব্র“য়ারি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন শ্যামনগর থানা পুলিশ। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাত জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের শ্যামনগর উপজেলার জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি, দুইটি হাসুয়া, শাবল, রশি ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ বশির শেখকে আটক করা হয়। সেখানে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ডাকাতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক বশির শেখকে শ্যামনগর থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রজ্জু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, তারা এই ট্রাক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, আসামি বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রুপসাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে। পুলিশ প্রশাসনের এই সময় উপযোগী, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় ঢাকা থেকে শ্যামনগরগামী পরিবহন এবং যাত্রীরা সমূহ ডাকাতি থেকে রক্ষা পেয়েছে। যাত্রী সাধারণ ও সুধী মহল পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন শ্যামনগর থানা পুলিশ তাদের এই জনসেবামূলক কার্যকরীতা অব্যাহত রাখে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।