সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান সাফ চ্যাম্পিয়ন শীপে রেফারী ইন্সট্রাক্টর মনোনীত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারী তৈয়েব হাসান বাবু সাফ অনুর্ধ-১৯ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়ন শীপে রেফারী ইন্সট্রাক্টর মনোনীত হয়েছেন। গতকাল থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশ সহ ভারত, ভুটান ও নেপাল অংশগ্রহন করবে। এশিয়ার সেরা ২৫ রেফারীর তালিকায় থাকা তৈয়েব হাসান প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসাবে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনিই সবচেয়ে বেশি (১০০ এর বেশি) আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত রেফারী তৈয়েব হাসান। রেফারী হিসাবে তিনি জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, জর্ডান, ওমান, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া লাউস, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, উজবেকস্থান, তাজিকিস্তান, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি হিসাবে সর্বাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন স্মরনীয় সেই জার্সিটি ৫ লাক্ষ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনা কালীন ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন। করোনাকালীন এমন মহৎ কাজের জন্য তৈয়েব হাসান দেশ ও বিদেশে প্রশংসিত হন। ফিাফা সভাপতি জিয়ান্নি ইনশান্তিনো ও তাকে অভিভন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেণ। পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তিনি স্থানীয় দুঃস্থ দৃষ্টিহীন শিশুদের কল্যানে প্রদান করে মহতী উদ্যোগ নেন। রেফারী অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় ক্রীড়া পুরুস্কারের পশাপাশি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিষ্ট এসোসিয়েশনের সোনালী অতীত ক্লাব (ঢাকা) সহ বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে দেশ সেরা বরেণ্য রেফারী হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com