স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন জাতীয় শুটিং প্রতিযোগিতা ২০২৪ অংশগ্রহনকারী শূটিং টিম। আগামী ৬ ফেব্র“য়ারী ২৭তম ঢাকায় আন্ত:ক্লাব জাতীয় শূটিং প্রতিযোগিতায় সাতক্ষীরা রাইফেল ক্লাবের শূটারবৃন্দ। সৌজন্য স্বাক্ষাত কালে জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির বলেন সাতক্ষীরা সন্তানদের ক্রীড়া অঙ্গনে ভূমিকা প্রশংসনিয়। তারা সকল খেলায় আমাদের সম্মানিত করে। রাইফেলে ও তোমাদের সুনাম অর্জন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক এনছান বাহার বুলবুল, সহ ১৮ সদস্যদের শূটার টিম।