সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

যথা সময়ে চিকিৎসা প্রদান করলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব সাতক্ষীরা ক্যান্সার দিবসের সভায় প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও ক্যান্সার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসুন কমাই সেবার ব্যবধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ন্যায় সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের অদূরে বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ক্যান্সার চিকিৎসাক ও ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের মহাসচিব ডাঃ মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য (প্রশাসন) ও সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড ছয়েফ উদ্দিন আহমদ। তিনি বলেন, ক্যান্সার একটি মারাত্মক ব্যাধী। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। বাংলাদেশে ক্যানসারে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পেয়েছে। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না নেওয়ায় প্রধান সমস্যা। শেষ সময়ে চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। ক্যান্সার প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। ক্যান্সারের উপসর্গ দেখা দিলে অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। যথা সময়ে চিকিৎসা প্রদান করলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রক্তন সংসদ সদস্য ডাঃ মোঃ মোখলেছুর রহমান,সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর ডাঃ এস জেড আতিক,জেলা বিএম এ সভাপতি ডাঃ আজিজুর রহমান, সাতক্ষীরা নার্সিং কলেজের অধ্যক্ষ মনজু রানী দেবনাথ, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অফ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল, মোঃ আশরাফুল করিম ধনী, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী,জেলা আলীগের সহ-সভাপতি সাহানা মহিদ,সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আলীগের সভাপতি শেখ নাসেরুল হক,লাবসা ইউনিয়ন আলীগের সাধাঃ সম্পাদক আবু সুফিয়ান সজল, জেলা মহিলা পরিষদ সাধাঃ সম্পাদক জ্যোস্না দত্ত। অনুষ্ঠানের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব ব্রাইট। এর পূর্বে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com