কেশবপুর ব্যুরো ॥ যশোরের কেশবপুর পৌরসভায় আই.ইউ.জি.আই.পি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার টাইগার মোড়ে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এডিবি’র অর্থায়নে প্রথম পর্যায়ে ১২ কোটি ৯৫ লাখ ৭ শত ৫২ টাকা ব্যায়ে নির্মিত হবে ৩টি আরসিসি ঢালাই রাস্তা (৪হাজার ৪শত ৪০ মিটার), ২টি আরসিসি ঢালাই ড্রেন (১হাজার ৬ শত ৭ মিটার) ও ১ শত ৬০ টি সড়ক বাতি। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকৌশলী সহিদুল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা খলিল, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, পৌরসভার কর আদায়কারী পলাশ সিংহ, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।