বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোঃ হাসান (২২) নামের যুবক আত্মহত্যা করেছেন। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার বিশেলক্ষী গ্রামের জেলে মোঃ আনছার আলীর পুত্র। ৪ ফেব্রুয়ারি রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে বাঁশ গাছের সাথে তার দাদীর ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মানষিক ভারসাম্যহীন ছিলো বলে পরিবার জানিয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।