স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার দুঃস্থ, অসহায়, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদস্য মো: আব্দুল হাকিম, মো: নজরুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহানেওয়াজ পারভীন মিলি, শিল্পী রানী মহালদার, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমান প্রমুখ। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।