কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে পল্লি উন্নয়ন বিআরডিপির কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক ৪১তম সাধারন সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা বিআরডিপির হল রুমে ইউসিসিএ লিঃ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লি উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন ও জুনিয়র অফিসার মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান দ্বিপালী রাণী ঘোষ, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন,ইউসিসিএ এর সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সাংবাদিক এস এম গোলাম ফারুক,আদর্শ কৃষক মোঃ আবুল কাশেম,শেখ লুৎফর রহমান প্রমুখ। উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের সমিতির সকল সভাপতি,সাধারন সম্পাদক ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৫০জন সমিতির সদস্যবৃন্দদের মাঝে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় পুরুষ্কৃত করা হয়।