এফএনএস: শেষ হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আর এই মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গতকাল রোববার সকাল ৯টায় শুরু হয় মোনাজাত। শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ২৩ মিনিটের এই মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। কয়েক লাখ মুসল্লির এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রোববার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা এসেছেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসেন। লাখো মুসল্লির উপস্থিতিতে এই ইজতেমার প্রথম পর্বের ইতি ঘটলো।