স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল সেটে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ মেডিকেল অফিসার মো: সুমন হোসেন প্রমুখ। মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অপরদিকে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান প্রমুখ। এছাড়া জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার ২০২৪ সালের অপরাধ পরিসংখ্যান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কর হয়।