স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জন শক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধিনস্থ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসির আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে টিটিসির অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, জাসটিস এন্ড কেয়ার আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ইউপি সদস্য বিশ্ব নাথ মন্ডল, সহ টিটিসির প্রশিক্ষার্থী অভিভাদন প্রত্যাশি ব্যাংক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।