স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারন সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের পক্ষে গতকাল বিকালে শহরের বিভিন্ন এলাকায় দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন যুবলীগ মানবিক কার্যক্রম দীর্ঘদিন অব্যাহত রেখেছে। তাদের ধারাবাহিকতা দুঃস্থ অসহায় মানুষের কম্বল বিতরন করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দ রাফিনুর রহমান, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, মহসিন আলম, হাবিবুর রহমান আল-আমিন, আব্দুর রহমান সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।