রমজাননগর প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির রমজান নগর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় ভেটখালী বাজার কমিউনিটি কমপ্লেক্স হলরুমে। গ্রাম ডাক্তার শেখ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার আব্দুর রহমানের সঞ্চালনায় ২০২২ সালের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন, গ্রাম ডাক্তার মোঃ আব্দুল মজিদ, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন ও গ্রাম ডাক্তার আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক জি,এম, আমিনুর রহমান ও কোষাধক্ষ্য শেখ ওমর ফারুক, উপস্থিত সকলের সম্মতিতে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সভাপতি তার বক্তব্যে সকল কেমিস্ট ভাইদের উদ্দেশ্য করে বলেন, ঔষধ ব্যবসাটি শুধু ব্যবসার উদ্দেশ্যে নয় এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে সেবা দেওয়ায় কর্তব্য।