কালিগঞ্জ বুরো:বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ ইস্ট সমিতির কালীগঞ্জ উপজেলার শাখার কেমিস্ট ও ফারিয়ার সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টা উপজেলার অদূরে চৌমুহনী সেকান্দান নগরে রংধনু কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি গাজী আব্দুর রশিদের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি বিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সাতক্ষীরা জেলা আহবায়ক এস এম কবির উদ্দিন বাবলু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ওষুধ তত্ত্ববধয়ক ঔষধ প্রশাসন মোঃ আবু হানিফ,আলহাজ্ব মোঃ আমিনুর রহমান লিটু বিডিএস পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদ,কাজেী আক্তার হোসেন সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটির সদস্য,সৈয়দ রেজাউল হোসেন টুটুল, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন,দৈনিক দৃষ্টিপাত পত্রিকা কালীগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাড়ি সফ,সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,সাংবাদিক শেখ আমজাদ হোসেন,হাফিজুর রহমান শিমুল,আব্দুল করিম মামুন হাসান,শেখ আল নূর আহমেদ ইমন। এসময় উপজেলার ৩৫০ জন কেমিস্ট ও উপজেলা ফারিয়ার সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট ও ফরিয়ার সম্মেলনে ওষুধ ব্যবসায়ীদের সকল সুবিধা ও অসুবিধার বিষয়ে সমন্বয় করে আলোচনা করা হয়।