এস এম জাকির হোসেনঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ৯৭০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত শিববাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯৭০ গ্রাম গাঁজাসহ পাইকগাছা থানার শিববাড়ী গ্রামের মনিন্দ্র মন্ডলের পুত্র সুশান্ত মন্ডল (২৭)কে আটক করে। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।