দীর্ঘ ৬ বছর পর ভারতের নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। বেঙ্গালুরুর দল কিক স্টার্টের হয়ে মাত্র তিন ম্যাচ খেলতে না খেলতেই দেশে ফিরেছেন তিনি। বুধবার কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্ট্রাইকার। পারিবারিক কারণে টুর্নামেন্ট শেষ না করে ঢাকায় ফিরতে হয়েছে সাবিনাকে। ঢাকায় ফেরার খবরটি সংবাদমাধ্যমের কাছে নিজেই নিশ্চিত করেছেন তিনি। কিক স্টার্টের হয়ে সর্বশেষ সানজিদা আক্তারের ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিলেন সাবিনা। যদিও মাত্র শেষ চার মিনিট খেলতে পেরেছিলেন। এ ছাড়া আর কোনো ম্যাচে গোল নেই তার। পারিবারিক সমস্যা মিটলে সাবিনা আবারও ভারতে খেলতে যাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না গেলেও বাফুফের ক্যম্পে থেকে অনুশীলন করে যাবেন। এই মাসেই জাতীয় নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগে প্রতিপক্ষ ফিলিস্তিন বলা হলেও এখনও তা শতভাগ নিশ্চিত নয়। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত তথ্য জানানোর কথা বাফুফের। সাবিনার দল কিক স্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে।