শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসার ১৪ জন, শ্যামনগর থানা মাদ্রাসার ২৪ জন , পাতড়াখোলা হাফিজিয়া মাদ্রাসা ৪ জন , এবং রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফেজিয়া মাদ্রাসার ৩ জনসহ মোট ৪৫ জন হাফেজে কোরআন কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন আত্মমানবতার কল্যাণে দীর্ঘ তিন বছর সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে আসছে। সংগঠনটির উলেখযোগ্য কার্যক্রম ব্লাড ব্যাংক, অক্সিজন সেবা, ফুড ব্যাংক, মটর ভ্যান প্রদান, সেলাই মেশিন প্রদান, চিকিৎসা সহয়তা সহ নানামুখী উন্নয়নমূলক কর্মসূচি জনসাধারণের নজর কেড়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, আমরা আত্মমানবতার সেবায় বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি। এখনো আমাদের উন্নয়নমূলক নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় এবং প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরো বেগবান হবে।