কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় কালিকাপুর চৌকুনি (বহুঃ) মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রছাত্রীদের নবীন বরণ ও এসএসসিদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়ের সভাপেিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক গাউসুল আযমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ, জাবালুর রহমান, দবির উদ্দীন, বিমল কুমার, অফিস সহকারি রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলায়াত গীতা পাঠের মাধ্যমে পরিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে আশরাফুল ইসলাম ও মার্জিয়া আক্তার মোহনা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় ৬ষ্ঠ শ্রেনির মাসুদুর রহমান, ৭ম শ্রেনির জান্নাতুল ফেরদৌসি ৯ম শ্রেনি ফারজানা আক্তার ও দশম শ্রেনির আখিমনি। পরিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও লিমা খাতুন দোয়া প্রার্থনা করে বক্তব্য দেয়। এসময় প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয় থেকে কেউ কখনও বিদায় নেয় না। নানা ফরম্যাটে বিদ্যালয়ের সঙ্গে তাদের সব সময়ইসংযোগ থেইে যায়। এ বিদ্যারয় থেকে তোমরা বিদায় নিয়ে উচ্চতর শিক্ষা আহরনে মহাবিদ্যালয়ে প্রবেশ করবে। এ প্রতিষ্ঠানের মান মর্যাদা তোমাদেরই অক্ষুন্ন রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের কলকাকলিতে এ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠুক সেই কামনা করি।