কাশিমাড়ী প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতিয়ার রহমান এর স্ত্রী ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম আব্দুর রউফ এর আম্মা ফুলারা রহমান গত শুক্রবার রাত্র ৯ টার সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার যোহর নামাজবাদ চেয়ারম্যানবাড়ী সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জানাযার নামাজ। মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করে জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন- কাশিমাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান এস এম আব্দুর রাউফ, সাবেক চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল অহেদ, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন প্রমূখ। উক্ত জানাযায় এলাকার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে চেয়ারম্যানবাড়ী পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য নাতী নাতনী গুনগ্রাহী রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।