বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের হামকুড়া (কচুয়া) দক্ষিন পাড়া দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল আজ (রবিবার) অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব হতে মাদ্রাসা প্রাঙ্গনে সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এ ওয়াজ মাহফিলের আয়োজন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, আলহাজ্ব মাওলানা মুফতি হাফিজুর রহমান যুক্তিবাদী (শ্যামনগর)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বুধহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বিলাল হুসাইন, মাওলানা মুফতি ছালিমুল্লাহ (গোপালগঞ্জ) ও আলহাজ্ব মৌলভী আব্দুল হামিদ। এ্যাড. জিয়াউর রহমান এর পরিচালয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে দলমত নির্বিশেষে সকলকে দলে দলে যোগদানের আহবান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।