বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ায় এতিমখানায় কম্বল বিতরণ কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ কুশোডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাবেক এমপিকে ফুলেল শুভেচ্ছা কলারোয়ায় বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় -সাবেক এমপি হাবিব তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে দেবহাটায় যুব বিভাগের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে এইচডি ব্রিক্স ও এমবি ব্রিক্সকে দেড় লাখ টাকা জরিমানা নিসচা’ডুমুরিয়া উপজেলা শাখার এক জরুরি সভা শ্যামনগরে সুন্দরবন এ্যাপোলো হসপিটাল ও সেবা ক্লিনিক বন্ধ ঘোষণা

মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে নলতা শরীফে ওরছ শরীফের ২য় দিন অতিবাহিত ॥ আজ আখেরী মোনাজাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্য, মিলাদ-মাহফিল ও আলোচনার মধ্যে দিয়ে গতকাল ১০ ফেব্রুয়ারী শনিবার ৬০ তম বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের ২য় দিন অতিবাহিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক তত্ত্বাবধানে বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ওরজ শরীফের ১ম ও ২য় দিন বাদ ফজর মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। ২য় পর্বে মাহফিল মাঠে বিকাল ৪টা হতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ রফিকুল ইসলাম, আহ্ছানিয়া মিশন দ্বীনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি মাওঃ রহমত আলী, মাওঃ জয়নাল আবেদীন আল-কাদেরী, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ রমিজউদ্দীন, মাওলানা মুহাম্মাদ সাইফুল আজম আজহারী, খতিব ও পরিচালক- নর্থব্রংক্্স ইসলামিক সেন্টার, নিউইয়র্ক চেয়ারম্যনঃ আযহার একাডেমি বিডি (অনলাইন ভিত্তিক ডিপলোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স), আলহাজ্জ এ এফ এম এনামুল, মহাপরিচালক, খানবাহাদুর আহ্্ছানউল্লা ইনস্টিটিউট, মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী, প্রধান মুফতি, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ও খতিব শহীদপার্ক কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা, ক্বারী মোঃ শামছুর রহমান, ইমাম, কলিযোগা বায়তুন নূর জামে মছজিদ, মাওলানা নূরুল ইসলাম ফারুকী, সহকারী শিক্ষক, কুশুলিয়া মাদ্রাসা, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মুফতী মোঃ মোমিনুর রহমান, ভারত, আলহাজ্জ হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া প্রমূখ। হামদ,নাতে-রাসুল ও মুরশিদী পরিবেশন করেন, মো. আশরাফুল ইসলাম, মো. আনিছুর রহমান, মো. রবিউল ইসলাম, হাফেজ শাহাদাত হোসেন, মো. আলিম উদ্দীন, হাফেজ মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল আজিজ, নেছার আহমেদ, মাওলানা মো. আব্দুস সাত্তার, মো. রফিকুল ইসলাম, মো. এহছানুল করিম কাজল, মো. আশিকুর রহমান আকাশ, আবু তালেব মিঠু, মো. আমির হামজা, মোঃ আবু হোসেন, মোঃ নাঈম হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আব্দুল হাকিম। এদিকে গত শুক্রবার নলতা শরীফ শাহী জামে মসজিদে প্রায় অর্ধলক্ষ মুসুল্লি জুমা’র নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন, মাওঃ আবু সাইদ। নামাজে শরিক হতে বেলা ১১ টার পর থেকে মুসুল্লিরা মাসজিদে আসতে শুরু করেন। মসজিদে জায়গা না হওয়ায় পাক রওজা শরীফ প্রাঙ্গণ, মাহফিল মাঠ সহ আশে পাশের রাস্তায় হোগলার মাদুর বিছিয়ে নামাজে শরিক হন। নামাজে সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করে দোয়া করাা হয়। এদিকে গতকাল পবিত্র ওরছ শরীফের ২য় দিনে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে বিরামহীন যাত্রা, যাত্রীবাহী বাসে, ট্রাক, পিকআপ, মাইক্রোতে, ইঞ্জিনভ্যান, ব্যাটারীভ্যান, ইজিবাইক, মহেন্দ্র, পা-ভ্যান করে পীর কেবলার ভক্তবৃন্দ দর্শনার্থীরা ছুটে আসে নলতা শরীফে। নলতা শরীফের পবিত্র রওজা শরীফ সংলগ্ন অন্তত তিন কিলোমিটার লোকে লোকারণ্য, হাজার হাজার, ভক্ত, মুরিদ, এবং সব শ্রেণী পেশার মানুষের আন্তরিক উপস্থিতি, ভক্তদের আরাধনা, মর্শিদ মাওলাকে নিয়ে গর্ব, আশেকানদের সরব উপস্থিতি সব শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহন ওরছ শরীফ এর দ্যুতি ছড়িয়েছে। মধ্যদিনে বরাবরের ন্যায় এ বছরও অন্তত লক্ষাধীক মানুষের উপস্থিতি ঘটে নলতা শরীফে। বিংশ শতাব্দীর মহান সাধক, সুফি সাধক নলতা পীর খ্যাত হযরত খান বাহাদুর আহছান উল¬্যা নলতা শরীফে জন্মগ্রহন করেছিলেন। নলতা শরীফেই তিনি চির নিন্দ্রায় শায়িত আছেন। ওরছ শরীফ উপলক্ষে পাক রওজা শরীফের আশপাশ আলোক আভার বিচ্ছুরন, রং বেরং এর ফুল, বিশাল গেট, প্যান্ডেল, নয়নাভিরাম আলোক সজ্জা ওরছ শরীফকে বিশেষ আকর্ষনীয় করে তুলেছে। সেলিমউল¬্যা গেস্ট হাউস, মিশন ভবন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, পুরাতন বরফ মিল, কেজি স্কুল কলেজ সহ এমন আরও অনেক ভবনে তিল ধর নের ঠাই নেই। মহান সাধক হযরত খানবাহাদুর আহছানউল¬্যা (রঃ) এর ভক্ত ছড়িয়ে আছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তরে আর তাই কেবল রাজধানী ঢাকা সিলেট চট্টগ্রাম নয় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্তরা এসেছে পীর কেবলার ৬০ তম ওরছ শরীফে। গতকাল লক্ষাধীক মানুষের উপস্থিতি যেমন ওরছ শরীফকে উজ্জীবিত করেছিল অনুরুপ বিপুল সংখ্যক মানুষের মাঝে তাবারক বিতরন এবং বহু সংখ্যক লোকজন ওরছ শরীফের তাবারক সংগ্রহের প্রানন্তকর প্রচেষ্টা করে, তাবারক সংগ্রহ করে। নলতা শরীফের প্রায় বাড়ীতে মেহমান আনাগোনা, বছরের এই সময়টিতে প্রায় বাড়ীতে আত্মীয়স্বজনদের উপস্থিতি ভ্রাতৃত্ব আর আত্মীয়তার বন্ধন কে বিশেষ ভাবে সুদৃঢ় করে। লক্ষ মানুষের উপস্থিতি কিন্তু কোন ধরনের বিশৃংখলা নেই, সবই চলছে যথা নিয়মে, শৃংখলার সাথে একদিকে মিলাদ মাহফিল, তাবারক বিতরন পুস্তক বিক্রয়, পণ্য সামগ্রী বিক্রয়, ক্ষুদ্র ও কুঠির শিল্পের উপস্থিতি, নানান ধরনের খেলনা, পান মিষ্টান্ন দ্রব্যের উপস্থিতির শেষ নেই। লোকে লোকারন্য আইন শৃংখলার সমুন্নত রাখতে প্রশাসনের সরব উপস্থিতি। প্রশাসনের সদস্যরা ওরছ মোবারকের মুল গেট, মিশন ভবন সহ বিভিন্ন সড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে অবস্থান নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন সবই ব্যবস্থা নিশ্চিত করছেন সবই চলছে শৃংখলার মধ্যে। হযরত খানবাহাদুর আহছানউল্লা রচিত বিভিন্ন ধরনের বই পত্রের উপস্থিতি ওরছ মোবারকের অন্যতম আকর্ষন। সন্ধ্যার পর পুরো রওজা শরীফ সংলগ্ন অন্তত এক কিলোমিটার আলোক সজ্জার অপরুপ আলো আধারীর বিশেষ আকর্ষনীয় পরিস্থিতির অবতরনা ঘটাচ্ছে। হাজার হাজার মানুষের উপস্থিতি এবং খ্যাতনামা আলেমদের ওয়াজ চলে গভীর রাত পর্যন্ত। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং দলে দলে পীর কেবলার মাজার জিয়ারত, চাদর পেশ ছিল উলে¬খযোগ্য। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা, সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে অতিথীদের আপ্যায়ন এবং বিভিন্ন অঞ্চলে শাখা মিশনগুলোতে ভক্তদের আপ্যায়ন সহ ওরছ মোবারকে অবস্থান একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিকতা অনন্য অসাধারণ, দুরদূরান্ত হতে ব্যবসায়ীদের উপস্থিতিও ঘটেছে নলতা শরীফে। ওরছ উপলক্ষে বিভিন্ন ধরনের ব্যবসায়িক পণ্যের পরসা সাজিয়ে বসেছে তারা, স্বেচ্ছাসেবকরা ক্লান্তহীন ভাবে আগতদেরকে বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে চলেছে। নলতা শরীফ দৃশ্যতঃ আলোক আভার বিচ্ছুরনের আবরনে জ্বলছে তো জ্বলছে। আজ সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের পবিত্র ওরছ শরীফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com