দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া পরিচিত মুখ বিশিষ্ট্য ব্যবসায়ী মন্তাজ আলী গাজী গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সিসিইউকে চিকিৎসাধীন আছে। দীর্ঘ অর্ধশতাব্দী যাবৎ মাঝ পারুলিয়ায় মুদি ও কসমেটিকস ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকায় তিনি যেমন পরিচিতি পেয়েছে ও অনুরুপে এলাকায় অত্যন্ত প্রিয়জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যবসায়ী মন্তাজ আলীর মেঝ পুত্র অধ্যাপক ও কলামিষ্ট রাজু আহমদ জানান বৃহস্পতিবার খালপাড়াস্থ বাসভবনে তিনি অসুস্থ বোধ করলে সদর হাসপাতালে নিলে ব্রেনস্ট্রোক কে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা এবং সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবহন ব্যবসায়ী পিয়ার আলী, মেঝোপুত্র অধ্যাপক ও কলামিষ্ট রাজু আহমেদ ও ছোট পুত্র বাংলা একাডেমীর উপ-পরিচালক সাহেদ মন্তাজ।