কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরের রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি শ্যামল বসাকের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষাক রেজাউল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাকক্ষে রবিবার দুপুরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, ব্র্যাক কর্মকর্তা বাসুদেব সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার গাজী, ইংরেজী শিক্ষক গোপাল চন্দ্র বসু, বিদ্যালয় পরিচলনা পরিষদের সদস্য ইসলাম উদ্দীন, বিদ্যুৎসাহী সদস্য আয়ুব হোসেন, সদস্য আব্দুল মান্নান, অভিভাবক সদস্য আব্দুল হান্নান, এসএসসি পরীক্ষার্থী তামান্না খাতুন, সাদিয়া ইয়াসমিন, আরাফাত হোসেন শুভ, সুমাইয়া খাতুন, আরিফা খাতুন, মৌসুমী খাতুন, মিম খাতুন, শিক্ষার্থী ফারিহা খাতুন, আছিয়া খাতুন, প্রিয়া দাস, রাশেদুল ইসলাম প্রমুখ।