স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা রিক্সা-ভ্যান শ্রমিকদের উদ্যোগে সকল মৃত ব্যক্তির মাগফেরাত কামনায় ৩০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার বাদ আছর বাস টার্মিনাল অনুষ্ঠিত হয়েছে। প্রধান মেহমান হিসাবে কুরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন সুমিষ্টভাষী বক্তা মাও: মো: মনিরুজ্জামান হেলালী খলিফা ফরুফুরা শরীফ। প্রধান বক্তা হিসাবে কোরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দার্শনিক বক্তা আলঃ মাওঃ আবু বকর সিদ্দীক কাটুনিয়া মাদ্রাসা কালিগঞ্জ। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাও: আবু তালেব খতিব চালতেতলা জামে মসজিদ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাও: রেজাউল ইসলাম ইমাম বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদ ও মাদরাসা। সভাপতিত্ব করেন ও দোয়া পরিচালনা করেন মাও: শেখ মিজানুর রহমান ভাষানী আলীপুর। মাহফিল সার্বিক পরিচালনা করেন সিরাজুল ইসলাম, আব্দুল গফুর, শফিকুল ইসলাম বুলু সহ অন্যান্যরা। মাহফিলে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।