বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে পৃথক ৪ টি পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেণ। মোট ২২৪ জন ভোটারের মধ্যে ১৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ প্রার্থীদের মধ্যে বল প্রতীকে ১৩০ ভোট পেয়ে মেহেদী হাসান বাবু ও বই প্রতীকে ৯০ ভোট পেয়ে মারুফ বিল্লাহ বিজয়ী হয়েছেন। অপরদিকে মহিলাদের মধ্যে কলম প্রতীকে ১২২ ভোট পেয়ে ফতেমা পারভীন ও মাছ প্রতীকে ১১৩ ভোট পেয়ে হাসনাহেনা সুমি বিজয়ী হয়েছেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা। নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন জাকিয়া সুলতানা ও বিশ্বনাথ অধিকারী। নির্বাচনে ২২৪ জন ভোটারের মধ্যে ১৮৮ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন ।