বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে জোর পূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম ছাত্রীর মা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় অপহরণ, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-২০, তারিখ-১১/০২/২০২৪। উক্ত মামলা সূত্র ধরে শ্যামনগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গত রবিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের ইসাহাক আলী মল্লিকের পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ মেস্তাফিজুর রহমান বকুলকে আটক করে। অপর আসামী মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের পুত্র খানজাহান আলী পলাতক আছে। মামলাসূত্রে জানাযায়, ওই ছাত্রী কলেজ যাওয়া আসার পথে খানজাহান আলী ও মোস্তাফিজুর রহমান প্রায় তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি পারিবারিক ভাবে একাধিকবার শালিস বৈঠকে কোন সুরাহ হয়নি। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে ৮ জানুয়ারি ঘটনার দিন ওই ছাত্রী বেলা ১১ টার দিকে কলেজ যাওয়ার পথে দলবদ্ধ ভাবে মোটর সাইকেল যোগে ছাত্রীকে অপহরণ করে এবং দীর্ঘ এক মাস আটকে রেখে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।