শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ইসরাইলি কমান্ডার সহ তিন সেনা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজায় দখলদার ইসরাইলি বাহিনী হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। এমন কোন দিন নেই যে দিনে দখলদার বাহিনী নিরীহ ও নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করছে না। এত কিছুর পরও দখলদার বাহিনী এখনও পর্যন্ত হামাসকে নির্মূল ও নিয়ন্ত্রন করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে। এখানেই শেষ নয়। গত সাত অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস অভিযান পরিচালনা করে যে সকল ইসরাইলি সেনা সদস্য ও বেসামরিক লোকদের পনবন্দী হিসেবে অপহরন করে তাদেরকে ও এখনও পর্যন্ত উদ্ধার বা মুক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী। যে কয়েকজন মুক্ত হয়েছে তা অবশ্যই হামাসের সাথে যুদ্ধ বিরতির চুক্তির আওতায়। ইসরাইলি বাহিনী প্রতিনিয়ত হত্যাকান্ড পরিচালনা করলেও তারা ও প্রতিমুহুর্তে নিজেদের জীবনকে বিপন্ন করছে। গতকাল দক্ষিন গাজায় হামাসের প্রতিরোধ হামলায় ইসরাইলি বাহিনীর এক কমান্ডার সহ দুই সেনা নিহত হয়েছে। নিহত কমান্ডারের নাম লেঃ কর্ণেল ইয়াকভ এলকাউনি নিহত কমান্ডার দক্ষিন গাজার ব্রিগেড কমান্ডার। দখলদার ইসরাইলি বাহিনী তাদের উর্দ্ধতন এক সেনা কর্মকর্তা সহ তিন সেনার নিহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও ইসরাইল সরকারের পক্ষ হতে বলা হয়েছে যে ভবনে বিস্ফরন জনিত কারনে তাদের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম বার্তায় বলেছে দক্ষিন গাজায় দখলদার বাহিনী যখন স্থল অভিযান পরিচালনা করছিল এবং হামাস সদস্যদের সাথে যুদ্ধরত ছিল তখন বীর সেনাদের হামলায় উক্ত কমান্ডার সহ তিন সেনার নিহত হওয়ার ঘটনা ঘটে। কাসেম ব্রিগেড তাদের টেলিগ্রাম বার্তায় আরও উল্লেখ করেছে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি হামাস যোদ্ধারা দখলদার বাহিনীর উল্লেখােগ্য সংখ্যক সামরিক যান ধ্বংস করে। এদিকে গতকালও রাফায় দখলদার বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। উক্ত হামলায় দখলদার বাহিনী কর্তৃক অন্তত শতাধীক ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রাফার সর্বত্র লাশ আর লাশ, আত্ম চিৎকার, বেঁচে থাকবার আকুতি, ইতিহাসের ভয়াবহ আর অন্ধকারাচ্ছন্ন সময় অতিক্রম করছে রাফা শহর, রাফার পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে সেখানের অধিবাসিদের কবরে যাওয়া ছাড়া কোন পথ নেই। শহরটির চতুরর্দিক দিয়ে দখলদার বাহিনী ঘেরাও করে রাখায় রাফা শহর হতে কেউ বেরিয়ে আসতে পারছে না। মৃত্যই যেন তাদের শেষ কথা, হামাস ইসরাইল যুদ্ধে চীন সরব না থাকলে এবার প্রকাশ্যে তাদের অবস্থান পরিস্কার করেছে এবং গণহত্যার তীব্রনিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে রাফায় গণহত্যা বন্ধের আহবান জানিয়েছেন। চীন স্পষ্ট ভাবেই বলেছে ইসরাইল গাজায় যে ভাবে গণহত্যা পরিচালনা করছে তা কোন অবস্থাতেই আধুনিক সভ্যতা এবং মানবতাকে প্রশ্রয় দেয় না। রাফার প্রতিটি অধিবাসির জন্য প্রতিমুহুর্ত মৃত্যুকে ডাক দিচ্ছে। রাফার পাশাপাশি দক্ষিন গাজা ও পশ্চিমতীরেও দখলদার বাহিনী বিমান হামলার মাধ্যমে গণহত্যা অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দখলদার ইসরাইলের মিত্রতায় সত্যিকার অর্থে ফাঁটল ধরেছে কারন ইসরাইলের সহযোগী শক্তি হিসেবে বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অবিচ্ছেদ্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সময় গুলোতে গণহত্যা বন্ধের পক্ষে ও যুদ্ধ বিরতি কার্যকর দেখতে চায় কিন্তু ইসরাইল এতটুকু অপ্রতিরোধ্য হয়ে পড়েছ যে মার্কিনীদেরকেও নিচ্ছে না। গতকাল ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে তারা ইসরাইলকে কোন ধরনের অস্ত্রের সহযোগিতা দেবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার উপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। মৃত্যু এবং খাদ্য সংকট উভয়ই ফিলিস্তিনিদেরকে নিশ্চিহৃ করতে চাইছে। খাদ্য নেই, চিকিৎসা নেই, হিজবুল্লাহ ও হুতিদের আক্রমন ও হামলা চলছেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com