স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা শাখা রমজানের পুর্ব নির্ধারিত ছুটি বহাল রাখার দাবীতে গতকাল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা স্বারকলিপি গ্রহন করেন। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পঙ্কজ বর্মন উপজেলা শাখার কামরুল ইসলাম সহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ বর্মন দৃষ্টিপাতকে জানান জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুর্ব নির্ধারিত বহাল করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর স্বারক লিপি দিয়েছি। কর্তৃপক্ষ শিক্ষকদের দাবী বিবেচনা করবেন এমন আশা পোষন করছি।