রবিবার, ১২ মে ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

পাটকেলঘাটার কুমিরায় গলায় রশি পেঁচিয়ে ২লক্ষ টাকার মাছ লুট আদালতে মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামে জমাজমি সংক্রান্ত জেরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা ও জীবন নাশের হুমকি দিয়ে কয়েক ধরনের মাছ, তরকারী লুট করার অপরাধে, দঃ বিঃ ৪২৭, ৪৪৭,৩২৩,৩৭৯,৩০৭,৫০৬ ধারা অনুযায়ী সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আরিজুল ইসলাম। এ ঘটনায় তিন জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী আরিজুল। আসামীরা হলেন, একই গ্রামের মনিষা ভট্টাচার্য্য (৩৮), তার স্বামী হৃদয় কুমার হাজরা, শুভ ভট্টাচার্য্য। কুমিরা মৌজার ১০৪৫ ও ৮১১ খতিয়ানের ৬৬,৭৩,৭৪,৭৭ দাগে ২৫ শতক জমি লীজ দেওয়ার জন্য মনিষা ভট্টাচার্য্য ভুক্তভুগী আরিজুল ইসলামের নিকট ৫-৬ বছরের জন্য রাখতে চায়। তখন ১শত টাকা ও ৫০ টাকার নন জুডিঃ ষ্ট্যাম্পে ১লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে ১১ বছরের জন্য লীজ চুক্তিপত্র হয়। মামলার এজাহারে আরো জানা যায়, যে সময় গলায় রশি পেঁচিয়ে সন্ত্রাসীরা শ্বাসরোদ্ধ করার চেষ্টা চালায়। ঐ সময় তাদের হাতে বল্লফ ও দেশিও অস্ত্রে সজ্জিত হয়ে খুন জখমের হুমকি দিতে থাকে, এ বিষয় নিয়ে কোন কিছু করার চেষ্টা করলে, জানে মেরে ফেলবো বলে চিৎকার করতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com