বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা সদর গোপালপুর পিকনিক কর্ণারে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে বার্ষিক বনভোজন, বিভিন্ন সময়ে অবসরপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, লটারির ড্র ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খান হাবিবুর রহমান সহ বিদায়ী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সুন্দর ও মনোরম পরিবেশে বার্ষিক বনভোজন, বিদায় অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে আয়োজন করায় বিদায়ী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচাদের ভূয়সী প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।