কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি মোঃ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আদুর রউফ, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এড. জাফরুলাহ ইব্রাহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগজি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সহকারী কর্মকর্তা ডাক্তার উৎপল রায়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আবু হানিফ,সাংবাদিকবৃন্দ প্রমুখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।