স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরায় আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় মোট ৪৮ কেন্দ্রে ২৩৪০০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবেন। এর মধ্যে ২৮টি কেন্ত্রে এসএসসি কেন্দ্রে ১৬৯০৭ জন, দাখিল ১২টি কেন্দ্রে ৫৩৭৭ এবং ভকেশনাল ৮টি কেন্দ্রে ১১১৬ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছেন। সাতক্ষীরা সদরে এসএসসি ৩৬২৩, ভোকেশনাল ২১৩ ও দাখিল ১১৬০, সর্বমোট ৪৯৯৬ জন। কলারোয়ায় এসএসসি ২২০০, ভোকেশনাল ২৮২৩, দাখিল ৬৪২ সর্বমোট ৩১২৪ জন। দেবহাটা এসএসসি ৯৭৭, ভোকেশনাল ৫২ ও দাখিল ২৫২ সর্বমোট ১২৮১। আশাশুনি এসএসসি ২৬১২, ভোকেশনাল ৪৫ ও দাখিল ৯২৩ সর্বমোট ৩৫৮০ জন। তালা এসএসসি ২৭৩৯, ভোকেশনাল ১৫৩ ও দাখিল ৬৯১ সর্বমোট ৩৫৮৩ জন। কালিগঞ্জ এসএসসি ২৬৪৯, ভোকেশনাল ২২০ ও দাখিল ৬৩৩ সর্বমোট ৩৫০২ জন। শ্যামনগর এসএসসি ২১০৭, ভোকেশনাল ১৫১ ও দাখিল ১০৭৬ সর্বমোট ৩৩৩৪ জন। বিগত বছরের ন্যায় এবারও পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের সকল নিয়ম মেনে পরীক্ষা কক্ষে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নকল মুক্ত পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।