মীর আবু বকর ॥ প্রকৃতিতে এখনো শীতের রেশ, গাছে গাছে নতুন পাতা, তাতে রোদের ঝিকিমিকি কোকিলের কুহু ডযাক নির্ভুতে বলে যাচ্ছে বসন্ত এসে গেছে। ঋতু চক্রের নিয়মে এসেছে ঋতুরাজ বসন্ত। সোনা যাচ্ছে কোকিলের কুহুতান। ভোরের বাতাসে জেগে উঠছে নতুন প্রাণ। গতকাল ছিল পহেলা ফাল্গুন ভালবাসা দিবস। প্রকৃত ভাল বাসার কোন নির্দিষ্ট সময় বা দিন ক্ষন থাকে না। তবে এখন ভালবাসা দিবস যেন ুিবশেষ রুপে পরিনত হয়েছে। মনের যত বাসনা অব্যক্ত কথা প্রিয়জনের কাছে বলবে বসন্তের মধুর হাওয়ায় কবির ভাষায় মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ। ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত। প্রেম ভালবাসা মহান সৃষ্টিকর্তার দান। পৃথিবী সৃষ্টির শুরু থেকে ভালবাসা সৃষ্টি হয়েছে। প্রেম ভালবাসা শুধুমাত্র সৃষ্টি জীবের জন্য। ভালবাসা ব্যক্তি গোষ্ঠি, এমনকি সৃষ্টি জীবের প্রতি হতে পারে। ভালবাসা এক দিনের জন্য নয় এটি পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালবাসা মানুষের হৃদয় থেকে সৃষ্টি হয়। কবির ভাষায়য় সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি। ফাগুনের মাতাল হাওয়ার আজ ভেসে যাবে প্রেম পিয়াসী, তরুণ-তরণী। তাদের ভালোবাসার রঙে রঙ্গিন হবে হৃদয়। গতকাল ভালবাসা দিবসে সাতক্ষীরা শহরের বিনোদন কেন্দ্র গুলিতে ছিল তরুন-তরুণীদের পদাচরনা। প্রিয় মানুষের সাথে নিয়ে ঘুরেছে এক স্থান থেকে অন্য স্থানে। নির্জনে বসে দিয়েছে নানা প্রতিশ্র“তি। ভালবাসা দিবসে মূলত ফুলের আদান প্রদান বেশি থাকলেও প্রিয় মানুষের খুশির জন্য অনেকে উপহার সামগ্রী প্রদান করেন। প্রিয় মানুষ কে খুশি রাখতে কে না চায়। সামর্থ অনুযায়ী সকলে চান আপন মানুষকে সন্তোষ করতে। বসন্ত কেবল প্রেমের ঋতু নয় এর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। বাঙ্গালির সাংস্কৃতির ইতিহাস। ভালবাসার মানুষকে আরো কাছে পাওয়ার সময় বসন্ত আসে তরুণের পোশাকে মননে সঙ্গীতে বাঁধন হারা মনে গেয়ে উঠে মধু বসন্ত এসেছে মঘধুর মিলন ঘটতে। সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়স্থ ফুল ব্যবসায়ী মো: আব্দুস সালাম জানান, গতবারের তুলনায় এবার ফুলের দাম কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা গোন্দা, গ্লাস জুয়েলার্স রজনীগন্ধা, জার কারা, জিপসী, কালার গোলাপ সহ বিভিন্ন ফুল বিক্রয় হচ্ছে। শহরের প্রান কেন্দ্র ছাড়া লেকভিউ মন্টু মিয়ার বাগান বাড়ী বিনের পোতা, ও বাইপাস সড়কে অস্থায়ী ফুলের দোকান বসেছে ২ দিনে জেলায় প্রায় পনের লক্ষ টাকার ফুল বিক্রয় হবে। ফুলের দাম কম হলে আরো বেশি বিক্রয সম্ভব হতো। বসন্ত আমাদের জীবনে বয়ে নিয়ে আসে নতুন আশা। প্রকৃতিতে জাগে নতুন আনন্দ ভালোবাসা দিবস ১৯৯৩ সালে থেকে বাংলাদেশে পালিত হচ্ছে। ইতিহাস থেকে জানাযায় ২৭০ খ্রিষ্টাব্দে রোমে এক খ্রিষ্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে ভ্যালেনটাইন ডে পালিত হয়।