বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ নৃপেন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য রামপদ সানা, রবিউল ইসলাম গাজী, শিক্ষক মনিন্দ্র নাথ মণ্ডল, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম রবি, সাবেক সেনা কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ নৃপেন্দ্র নাথ মণ্ডল কে আহ্বায়ক করে ২২ সদস্য বিশিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: হাবিবুর রহমান, আ: সামাদ গাজী, হিরন্ময় মন্ডল, রবিউল ইসলাম মোড়ল, রামপদ সানা, অরুন কুমার মন্ডল, মনিন্দ্র নাথ মন্ডল, রবিউল ইসলাম গাজী, সুব্রত সরকার, অর্জুন গোলদার, ইউনুস সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, দাউদ সানা, তারক চন্দ্র সানা, অরবিন্দ হালদার, ঠাকুর দাস সানা, চিত্তরঞ্জন মন্ডল, আ্যড: তারক চন্দ্র রায়, হাশেম গাজী, গনেশ চন্দ্র বৈদ্য, মো: রুহুল গাজী ও মো: দবীর বিশ্বাস। উল্লেখ্য, কালকি স্লুইসগেট দিয়ে পানি সরবরাহ বন্ধ থাকা এবং সংশ্লিষ্ট খাল গুলোতে নেটপাটা থাকায় অতিবৃষ্টি ও চিংড়ি ঘেরের উপচে পড়া লোনা পানিতে গতবছর খাজরা ও বড়দল ইউনিয়নের ১২টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের ফসল ফলাতে পারেনি ওই এলাকার এক ফসলি কৃষক। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় লোকজন মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ সহ বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন।