শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় আশালতা মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠানে অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান এর উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মাল্য, লাল গোলাপ ও পুষ্প বৃষ্টির মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে। এক হৃদয়বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সুকুমার মন্ডল (বাবু), শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক কাজী ওবায়দুল্লাহ হাসান, শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক তাপস কুমার মন্ডল, শিক্ষক মোঃ নাজমুল হক, শিক্ষক সুদীপ্ত শেখর মল্লিক, শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল, শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল, শিক্ষক ঈষিতা রানী মন্ডল প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী সিহাব শাহীন। এ বছর অত্র বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ২৫ জন, ব্যাবসায় শাখায় ২৩ জন, মানবিক শাখায় ৩০ জন, ভোকেশনাল শাখা থেকে ২৫ জন। সর্বমোট ১০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। সকল শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল সহ সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মুহাঃ আব্দুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com