কেশবপুর ব্যুরো ॥ যশোর জেলা পরিষদের ৮নং ওয়ার্ড কেশবপুর শূণ্য আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ০৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার স্ব-স্ব প্রার্থীরা কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন, আব্বাস আলী মোল্যা, টিপু সুলতান, আলতাফ হোসেন বিশ্বস, এস.এম মহব্বত হোসেন, জাকির হোসেন মুন্না, রেহেনা খাতুন ও নাজমুল হোসেন। উল্লেখ্য, যশোর-০৬ কেশবপুর আসনের বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে তিনি জেলা পরিষদের উল্লেখিত আসন থেকে পদত্যাগ করলে কেশবপুর আসনটি শূন্য ঘোষনা করা হয়। আগামী ০৯ মার্চ-২৪ তারিখ জেলা পরিষদের এই শন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপঃনির্বাচনে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর, পৌর মেয়র-কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইচ-চেয়ারম্যানরাই ভোটার। কেশবপুর উপজেলা পরিষদ, পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা- ১৫৯টি।