বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার শিবপুর কার্ডিফ মডেল স্কুলের দরজার তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সাইদ কিবরিয়া জানান, গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা প্রথমে দরজার লক ও তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারির তালা খুলে প্রায় ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে লোক মারফত খবর পেয়ে এসে দেখার পর স্থানীয়দের বিষয়টি জানিয়েছি। এব্যাপারে কালিগঞ্জ থানায় তিনি অভিযোগ করেছেন বলেও জানান।