বিশেষ প্রতিনিধি ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের নদী ও খালে কাঁকড়া আহরণের অভিযোগে ৩ জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১টি নৌকা, হরিণ ধরার ফাঁদ ও কাঁকড়া জব্দ করা হয়। গতকাল ১৫ ফেব্র“য়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত তিন জেলে উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের জহুরুল হক সরদার (৫০), আঃ রহমান সরদার (২৬) ও নুর আলম গাজী (৩০)। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী দৈনিক দৃষ্টিপাতকে জানান, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।