কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলায় কাকিলাখালি ৬০ নং মৌজা শ্বসন ঘাটের প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে জমি ও সমীর দাসের জমি উত্তর পাশে জমিতে নালাতে মৎস্য চাষ করে আনিসুর রহমান। কেশবপুর থানাধীন কাকিলাখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ নিকাট থেকে ৬০ নং মোজার খতিয়ান নাম্বার ১১০৯ এর ১৭.৫০ শত জলাশয় জমি প্লিজ গ্রহণ করে আনিসুর রহমান (৩৫) পিতা,বাশেদ মোড়ল,লেস গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছিল। গত গত ইং ১০/২/২০২৪ তারিখ রাত আনুমানিক ৯ ঘটিকা হতে মধ্যে যে-কোনো সময় অজ্ঞতর নামা দুষ্কৃত- দুষ্কৃতকারীরা উক্ত লিজকৃত ১৭,৫০ শতক জলসা পুকুরে বিষ / গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে,যার ফলে জলসায় থাকা রুই কাতলা শৈল কই সহ সাদা মাছ মরে গিয়েছে। যার মূল্য আনুমানিক লক্ষাদিক টাকা ক্ষতিসাধন হয়েছে। লিজকৃত মালিক আনিসুর বলেন ইতিপূর্বে আরো কয়েকবার বিষ/ গ্যাস দিয়েছে, পাশে থাকা জমিতে বোরো ধান চাষ করার জন্য গভীর নলকূপ / বরিন করে, সেটাও নষ্ট করে দিয়েছে। দুইটা বাজিতপুর গ্রামের কাদের সর্দার মিলন হোসেন, আনিসুর ছেলেটি ভালো ছেলে, সে দীর্ঘদিন যাবত জমিতে মাছ চাষ করে কারোর কোন ক্ষতি করে না অথচ তাকে কে বা কারা এত ক্ষতি করতেছে তার একটা সঠিক তদন্তপূর্বক বিচার করা অতি জরুর। আনিসুর বলেন ,আমি গরিব মানুষ এর থেকে আয় করে সংসারে খরচপাতি করে সংসার চালায় এখন সবকিছু হারিয়ে ফেলছি, আমি এখন কিভাবে ছেলে মেয়েদের মুখে এবং পিতা-মাতা জন্য খাদ্য যোগাড় করা আমার জন্য অনেক কষ্ট হচ্ছে, এলাকায় সুধী মহলদের কাছে বলে কোন সূরা হয়নি। যার ফলে কেশবপুর থানা সঠিক বিচারের জন্য একটি অভিযোগ দাখিল করছি,কেশিপুর থানার দায়িত্ব ডিউটি অফিসার সাথে যোগাযোগ করলে, তিনি বলেন,অভিযোগ হয়েছে বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে হবে।