শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আদম ব্যাপারী নুর আলীর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কৃষ্ণনগরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে আদম ব্যাপারী মো: নূর আলীর বিরুদ্ধে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগরের গ্রামের অয়েজ উদ্দিন মোড়লের পুত্র। জানা যায়, নূর আলী বিভিন্ন এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশল অবলম্বন করে সময় ক্ষেপণ সহ ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। নূর আলীর প্রতারণা ও প্রলোভনের জালে আটক হয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছে। প্রতারণার ফাঁদে পড়া যুবকদের মধ্যে থেকে রঘুনাথপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর পুত্র আসাদুজ্জামান(টুকু)। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে নূর আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিয়াছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, আসাদুজ্জামান টুকুর নিকট থেকে গত ২৮ নভেম্বর ২০২৩ সালে ২ মাসের মধ্য মালেশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ টাকা নেয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অযুহাতে দেখিয়ে কালক্ষেপণ করতে থাকে এছাড়া বিগত ৬ ফেব্রুয়ারী একটি জাল ভিসার কাগজপত্র প্রদান করে। আসাদুজ্জামান টুকু জাল ভিসার বিষয়টি বুঝতে পেরে নূর আলীর কাছে তার প্রদেয় টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে নূর আলী তাকে দ্রুত মালেশিয়া পাঠানোর কথা বলে আরও কিছু টাকা দাবী করে। প্রতারণার ফাঁদে পড়া আরেক ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন গত ৪ মাস পূর্বে তাকে রাশিয়া পাঠানোর কথা বলে নূর-আলী ২ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে দুইবার তাকে মালেশিয়া যাওয়ার জন্য ভিসার জাল কাগজ প্রদান করেছ। এ বিষয়ে অভিযুক্ত নূর আলীর কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাত কে জানান আমি এইচ আর এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশে গমনিচ্ছুদের সহযোগীতা করি। আমার বিরুদ্ধে জাল ভিসা প্রদানের অভিযোগ মিথ্যা । বিদেশ গমন ইচ্ছুকরা সময় মত টাকা পরিশোধ না করায় বিলম্ব হচ্ছে। এদিকে ভুক্তভোগীরা ভুয়া ভিসা এবং কাগজপত্র প্রদান কারী নূর আলীকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com