বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা বাস টারমিনাল সংলগ্ন উত্তর বাদঘাটা বায়তুল নুর জামে মসজিদে এসি উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৬ ফেব্র“য়ারি শুক্রবার অত্র মসজিদ কমিটির আয়োজনে জুম্মা নামাজ পূর্বে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লী বৃন্দের উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুসল্লিদের গরম থেকে নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য এসি কার্যক্রম উদ্বোধন, মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।