কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছে কলারোয়া উপজেলার হতদরিদ্র এক কৃষকের ছেলে। তার নাম শুভ হোসেন। সে খুলনা নৌবাহিনী কলেজ কেন্দ্র থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭৪.২৫ নম্বর পেয়েছেন। তার মেধাক্রম ১ হাজার ৫৭৮। সে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। শুভ হোসেন কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কামরুল ইসলাম সানা ও মাছুরা খাতুনের ছেলে। ২ সন্তানের মধ্যে শুভ বড় ভাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিতা একজন কৃষক। বাড়িতে রয়েছে একটি টিনের ঘর। সেই একটি ঘরেই থাকেন পরিবারের সবাই। ছোট ভাই রনি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করে। জানা গেছে, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। সে দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৮ পায়। দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৪.৭১ এসএসসিতে জিপিএ ৫ ও কলারোয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। নিজের সফলতা সম্পর্কে শুভ জানান, স্কুল-কলেজে পড়ালেখার সময় মন চাইলে একটা ভালো পোশাক কিনতে পারতাম না। কারণ আমার জন্ম গরিবের ঘরে। মা-বাবা খুশি হয়ে যা কিনে দিতেন, আমি তাতেই খুশি থাকতাম। স্কুল ও কলেজে থাকতে নানা ভাবে স্যারেরা সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি সকলের দোয়া কামনা করেন।