স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৫২তম বার্ষিক ঐতিহাসিক ২ দিন ব্যাপী আমিনিয়া ঈছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। আমিনিয়া কমিটির আয়োজনে গতকাল বিকালে কেন্দ্রীয় বাসটার্মিনাল আমিনিয়া মাদ্রাসা সংলগ্ন আয়োজনে প্রধান মেহমান হিসাবে কুরাআন হাদীসের আলোক কাফসীর করেন বশির হাট দরবার শরীফের পোতা হুজুর আলহাজ্ব হযরত মাও: মো: শরীফুল আমীন। প্রধান বক্তা কালিগঞ্জ উপজেলা পরিষদের জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও: মুহাদ্দিস মো: আকরাম হুসাইন, কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয় হযরত মাও: হাফেজ কারী মো: মনোয়ার হুসাইন, বিশেষ আকর্ষনীয় বক্তা হযরত মাও: মো: আলাউদ্দীন পাইকগাছা খুলনা, পঞ্চম বক্তা হাফেজ মাও শাহিনুর রহমান ঝালকাটি। মাহফিলে সভাপতিত্ব করেন আমিনিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো: ফজলুল করিম, সহযোগিতা করেন ইমাম ও শিক্ষক হাফেজ মাও: মো: রেজাউল করিম।