স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর হাসপাতালে নব নির্মিত অক্সিজেন প্লান (পিএসএ) উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১২টায় সদর হাসপাতালে পিছনে নবনির্মিত অক্সিজেন প্লান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম ও গ্লোবাল ভান্ডের প্রতিনিধি দল। সিভিল সার্জন ও প্রতিনিধিদল অক্সিজেন প্লানের মধ্যে উন্নত কারু কাজে নির্মিত সামগ্রী প্রকৌশলীদের মাধ্যমে পুংখানু ভাবে দেখেন। এসময় সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। তিনি জনগনের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্বোধনী সংযুক্ত করেছেন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সাতক্ষীলায় (পিএসএ) অক্সিজেন প্লান। তিনি আরো বলেন, এখান থেকে প্রতি ঘন্টায় বাতাসের মাধ্যমে ৪০৫ লিটার অক্সিজেন তৈরী হবে। সদর হাসপাতালের চাহিদা মিটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে। দেশের করোনা মহামারীর ন্যায় কোন রোগের লক্ষন দেকা দিলে এ প্লান তখন মুখ সহায়ক হিসাবে কাজ করবে। গ্লোবাল ভান্ডের উদ্যোগে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে এটি নির্মান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গ্লোবার ভান্ডের সিনিয়র প্রগ্রাম অফিসার (জেনেভা) জেমস ওয়ারাও, কনসালটেন্ট (জেনেভা) ক্যারেলিন সেবেনবিডি, টিম লিডার ইন্ডিয়া অভিনাস ভান্ডনিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: মাকসুদা খান, প্রকল্পের প্রধান প্রকৌশলী ইব্রাহিম সহ এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।