আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান গণসংযোগ অব্যাহত রেখেছে। গণসংযোগের অংশ হিসেবে তিনি গত দুই দিনে পারুলিয়া কুলিয়া, সখিপুর, নোয়াপাড়া সহ উপজেলা সদরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া, আর্শীবাদ কামনা করেছেন। কুলিয়ার বহেরা, পুষ্পকাঠী, হীরার চক, সুবর্ণবাদ পারুলিয়ার সেকেন্দ্রা, কোমরপুর, পারুলিয়া বাজার, কোমরপুর, চালতেলা, নোয়াপাড়ার গাজীপুর, হাদিপুর, নাংলা, ঘোনাপাড়া, সখিপুরের সখিপুর বাজার, ইদগাহ বাজার সখিপুর মোড়, সখিপুর পালপাড়া, দেবহাটা সদর ইউনিয়নের উপজেলা সদর, টাউনশ্রীপুর চরশ্রীপুর, দেবহাটা বাজার, সশিলগাতি, ভাতশালা সহ দুর্গম এলাকায় গনসংযোগ করেন। আজীবন পরোপকারী প্রতিযোগী, উন্নয়নকামী আমেনা রহমান ইউপি সদস্য এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে দলমত, ধর্মবর্ণ সকলের সমর্থন দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন। জন সাধারনের স্বতস্ফুর্ত সমার্থন বিশেষ ভাবে পরিলক্ষিত হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি