শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

গাবুরায় এতিম মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাবুরার চকবারাতে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম আতাউল হক দোলন মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক সাঈদ-উজ-জামান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শ্যামনগর উপজেলা পরিষদ, জনাব গাজী গোলাম মোস্তফা সদস্য, জেলা পরিষদ, সাতক্ষীরা, জনাবা খালেদা আইয়ুব ডলি, মহিলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, জনাব জি.এম মাছুদুল আলম, চেয়ারম্যান, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনুল ইসলাম সভাপতি এসসিএফ, অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুল্লাহ আল মামুন এসসিএফ। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১৮ জন পিতৃহারা মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি ও বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত মেহমানবৃন্দ এসসিএফের কার্যাক্রমের প্রসংশা করেন এবং উপকূলের মানুষের জন্য এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ২০১৫ সাল থেকে উপকূলে খাবার পানি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com